বোয়ালমারীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

Published : ১৪:৫৩, ২৪ জানুয়ারি ২০২৫
ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।
৫০ একর জমিতে সরকারি প্রনোদনায় যন্ত্রের মাধ্যমে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করায় কম সময়ে, কম খরচে অধিক ফলন পাওয়া যাবে।
বোয়ালমারী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় গত বুধবার (২২ জানুয়ারি) উপজেলার সাতৈর ইউনিয়নের ফলিয়ার বিল মাঠে সমলয় প্রকল্পটির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা খন্দকার ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক মো. বিন ইয়ামিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. তানভীর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ফরিদপুর অঞ্চল গঙ্গা অববাহিকার উর্বর পললভূমি হওয়ায় সব ধরনের চাষাবাদের উপযোগী। আমাদের কৃষকেরা ইতোপূর্বে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতো যাতে খরচ বেশি হওয়ায় অনেকেই এ পেশা ছেড়ে দিয়েছে।
আমাদের সরকার কৃষিতে স্বাবলম্বিতা অর্জনে নানা পরীক্ষা নিরীক্ষা করে যান্ত্রিক ও সমলয় পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে চলছে। এতে কম সময়ে এবং কম খরচে কৃষকেরা অধিক ফলন পাচ্ছে। খাদ্য চাহিদা পূরণে আমাদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও অধিক খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে।
যন্ত্রের মাধ্যমে চারা রোপন করলে চারা মাটির নিদিষ্ট পরিমাণ গভীরে রোপন করা হয় এতে বেশি পুড়ি বের হয়, শ্রমিক, সময় ও অর্থ সাশ্রয় হয়। পাশাপাশি এতে উৎপাদন বৃদ্ধি পায় যাতে একদিকে যেমন আপনারা কৃষকেরা লাভবান হবেন অপর দিকে দেশ এগিয়ে যাবে খাদ্য স্বনির্ভরতার দিকে।
২০২৪/২৫ অর্থ বছরে ফলিয়া বিলে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতি ১১৯ জন কৃষক এই প্রণোদনা সহায়তা পাচ্ছেন। এ পদ্ধতিতে ধান রোপণ থেকে শুরু করে কর্তন সবই যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে।
বিডি/ও