বিনাধান-২২ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবসের আয়োজন

Published : ১৬:১২, ৩০ অক্টোবর ২০২৪
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন বিনাধান-২২ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র এ আয়োজন করে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মহেশপুর রেল স্টেশন এলাকায় অনুষ্ঠিত মাঠ দিবসে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এতে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। এ মাঠ দিবসে কাশিয়ানী উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো. মনজুরুল আলম মন্ডল।
এছাড়া বিনা গোপালগঞ্জ উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম, গোপালগঞ্জ বিএডিসির সহকারী পরিচালক ইমাম হোসাইন, বিনার ফার্ম ম্যানেজার আলমগীর কবিরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বিডি/ও