আগাম খিরা চাষ, ভালো চাহিদা পাবেন
Published : ১৬:৩৩, ১১ নভেম্বর ২০২৪
খিরা সাধারণত বছরজুড়েই চাষ করা যায়। এটি সবুজ রংয়ের ৫ ইঞ্চি লম্বা ও ২০০-৩০০ গ্রাম ওজনের হয়ে থাকে। বীজ বপনের মাত্র ৩০-৩৫ দিন পর থেকে খিরা বাজারজাত শুরু করা যায়।
চাষাবাদ পদ্ধতি:
১) বীজের পরিমাণ:
একর প্রতি ১৫০ গ্রাম ( প্রতি শতাংশে ১.৫ গ্রাম)
২) বীজ বপন:
তিন ফুট দূরে লাইন করে ২ ফুট দূরত্বে একটি করে বীজ বপন করতে হবে। এক জায়গায় একটির বেশি গাছ থাকলে ফলন কম হয়।
৩) প্রথম জালি কর্তন:
প্রতিটি গাছের প্রথম ২-৩ টি জালি ফুল অবস্থায় ছিড়ে দিতে হবে, এতে গাছের বাড় বাড়তির সুযোগ হবে এবং অনেক বেশী ফলন পাওয়া যাবে। গাছের শাখা প্রশাখা কাটবেন না, কাটলে ফলন কমে যাবে।
৪) খুঁটি বা মাচা:
খিরা শুকনা মৌসুমে খড় বা নাড়া বিছিয়ে মাটিতে চাষ করা যায় তবে বর্ষা মৌসুমে মাচায় চাষ করতে হবে।
৫) সার ব্যবস্থাপনা:
শেষ চাষের সময় একর প্রতি প্রচুর পরিমাণে গোবর, ইউরিয়া ৮০ কেজি, টিএসপি ৬০ কেজি, এমওপি ৮০ কেজি, জিপসাম ৫০ কেজি, জিংক সালফেট ৪ কেজি ও বোরাক্স ৪ কেজি।
বিডি/এন