সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ, সিন্ডিকেট বন্ধের দাবি
Published : ২২:৫৮, ২৫ নভেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি নির্ধারিত মূল্যে ডিলারদের নিকট সার না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকরা।
রোববার (২৪ নভেম্বর) রাত ১০টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় এ মিছিল বের করেন তারা।
মিছিলটি উপজেলা পরিষদ চত্বর গেইট থেকে বের হয়ে তিনটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে ন্যায্য মূল্যে সার কৃষকদের নিকট নির্বিঘ্নে বিক্রি এবং সিন্ডিকেটের সাথে জড়িত সার ডিলারদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
মিছিলে কৃষকরা অভিযোগ করে বলেন, উপজেলা কৃষি অফিসে গেলে বলছে সার ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমাণ আছে। ডিলারদের কাছে গেলে,বলছে সার নেই। আবার প্রতি বস্তায় ৩-৫'শ টাকা বেশি দিলে সার পাওয়া যাচ্ছে।
অসহায় কৃষকদের পকেট কেটে সিন্ডিকেট তৈরি করেছে ডিলাররা। ডিলারদের তৈরি করা সিন্ডিকেট বন্ধ করে জড়িতের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
মিজানুর রহমান নামে এক কৃষক অভিযোগ করে বলেন, ডিলাররা দুটো করে গুদাম বানিয়েছে। একটি দেখাচ্ছে খালি, অন্যটিতে গেলেই মিলবে সার। রাতের আধারে প্রতিবেশী উপজেলার ব্যবসায়ীদের নিকট এসব সার বিক্রি করে দিচ্ছে।
আমাদেরকে সার কিনতে ঘুরতে হচ্ছে দিনের পর দিন অথবা ৫-৭'শ টাকা বস্তাপ্রতি বেশি দিয়ে সার কিনতে হবে। এসব বন্ধ করতে হবে।
মিছিলে আমজানখোর, বড়পলাশবাড়ী, বড়বাড়ী, দুওসুও ও ভানোর ইউনিয়নের বেশ কয়েকজন যুবক ও কৃষকদের অংশ নিতে দেখা গেছে।
মিছিলের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল জানান, নভেম্বর মাসে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে ডিলারদের। বলা চলে ১২ মাসের মধ্যে বেশি বরাদ্দ এ মাসে।
এরপরেও কেন কৃষকরা সার পাচ্ছে না, কেনই বা মিছিল করতে হচ্ছে বিষয়টি আমরা দেখবো। তবে কয়েকজন ডিলার এখনও সার গুদামে তুলতে পারেনি। দ্রুত সেগুলো তুলে বিতরণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
বিডি/ও