বদরগঞ্জে আদা চাষে সফল মাহাফুজার

বদরগঞ্জে আদা চাষে সফল মাহাফুজার

রংপুর প্রতিনিধি:

Published : ২২:৫৪, ১৭ ডিসেম্বর ২০২৪

রংপুরের বদরগঞ্জ উপজেলায় আদা চাষ করে সফল হয়েছে কৃষক মাহাফুজার রহমান। বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ হাজিপাড়া গ্রামের কৃষক মাহাফুজার রহমান ৮ বছর ধরে আদাচাষ করে আসছে। 

কৃষক মাহাফুজার রহমান বলেন, কয়েক বছর ধরে আদা চাষ করছি। আগে আদা বীজের দাম কম ছিল, এখন বীজের দাম অনেক বেশি। চলতি মৌসুমে ৩৫ শতক জমিতে আদা চাষ করা হয়েছে। 

বীজ, সার ও পানি সেচ দেওয়াসহ ৩৫ শতক জমিতে খরচ হয়েছে ৮০ হাজার টাকা। আরও ১০ হাজার টাকা খরচ হতে পারে। সব খরচ বাদে ৩ লক্ষাধিক টাকা লাভ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, চলতি বছর বিষ্ণুপুর ইউনিয়নের ৩৫০০টি বস্তায় আদা চাষ হয়েছে। আর সাড়ে ৪ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। 

উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. ফজলুল করিম বলেন, এবারে উপজেলায় আদা চাষ হয়েছে ৭০ হেক্টর জমিতে। আর ৩৮-৪০ হাজার বস্তায় আদা চাষ হয়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement