ঠাকুরগাঁওয়ে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ
Published : ২৩:০২, ২১ ডিসেম্বর ২০২৪
মানবদেহের পুষ্টির চাহিদা পূরণ ও জিংক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের প্রান্তিক ৭০০ কৃষকের মাঝে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিংক ও আয়রন সমৃদ্ধ ব্রি ধান ১০০ জাতের বীজ প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে "আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম" রিঅ্যাক্ট-ইন প্রকল্পের আওয়তায় উপজেলার হরিপুর ও বকুয়া ইউনিয়ন ফেডারেশন কার্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এই ২ ইউনিয়নের ২৮০ জন কৃষককে প্রশিক্ষণ ও ধানের বীজ প্রদান করা হয়। এছাড়াও এর আগে গেদুড়া ইউনিয়নে ১২০ জন, আমগাও ইউনিয়নে ১০০, ডাঙ্গিপাড়ায় ১০০, ভাতুরিয়া ১০০ মোট ৬ ইউনিয়নের ৭০০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং ধানের বীজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মানস কুমার রায় ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- “আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম” এর রিঅ্যাক্ট- ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা কৃষিবিদ মো. রবিউল আলম, কৃষি টেকনিক্যাল কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রশিদ মামুন, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শসিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা মানবদেহে জিংকের চাহিদা, অভাবজনিত সমস্যা ও লক্ষণ, জিংকের ঘাটতি পূরণের উপায়সহ জিংক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত, উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলেঅকপাত করেন।
সুস্থ, সবল ও মেধাবী সমাজ গড়তে দিনে একবার হলেও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ্য করেন।এজন্য জিংক ধানের চাষ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মাঝে ৪ কেজি করে জিংক ধানের বীজ বিতরণ করা হয়।
বিডি/ও