বিনামূল্যে ১০০ কৃষককে প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ প্রদান
Published : ১৮:৪৯, ২৬ ডিসেম্বর ২০২৪
পুষ্টির চাহিদা পূরণ ও জিংক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার প্রান্তিক ১০০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০০ জাতের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ইএসডিও এর আয়োজনে "আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম" রিঅ্যাক্ট-ইন প্রকল্পের আওয়তায় উপজেলার দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- হার্ভেস্টপ্লাস এর সীড সিস্টেমস এন্ড মার্কেটিং কোঅর্ডিনেটর কৃষিবিদ মো. মজিবর রহমান, “আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম” এর রিঅ্যাক্ট- ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইএসডিও’র প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম সহ স্থানীয় কৃষক-কৃষাণিরা।
মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি পূরণের উপায়সহ জিংক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত, উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোচনা করা হয়। সুস্থ, সবল ও মেধাবী সমাজ গড়তে দিনে একবার হলেও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার ও জিংক ধানের চাষ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন।
এসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার এবং পরবর্তী বছরে প্রত্যেক কৃষককে তাদের উৎপাদিত জিংক ধানের বীজ ৪ কেজি করে ৩ জন কৃষককে প্রদান করার নির্দেশ দেন তারা। পরে কৃষক-কৃষাণীদের ৪ কেজি করে মোট ৪০০ কেজি বীজ প্রদান করা হয়।
বিডি/ও