আলোকচিত্র প্রদর্শনী: আধুনিক পিতৃত্ব ও লিঙ্গ সমতা উদযাপন

Published : ১২:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশে সুইডেন দূতাবাসের উদ্যোগে ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএন উইমেনের সহযোগিতায় ‘বাংলাদেশি ও সুইডিশ বাবা’ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাজশাহীর পদ্মার পাড়ে মুক্তমঞ্চে এই প্রদর্শনী শুরু হয়েছে।
প্রদর্শনীতে পিতাদের ক্রমবর্ধমান ভূমিকা উদযাপন ও লিঙ্গ সমতাকে এগিয়ে নেওয়াসহ ন্যায়সঙ্গত সমাজ গঠনে সক্রিয় পিতৃত্বের রূপান্তরমূলক প্রভাবকে তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীতে বাংলাদেশি বাবার ২৩টি আকর্ষণীয় ছবি, সন্তানের প্রতি যত্ন সম্পর্কে তুলে ধরা হয়েছে। বিখ্যাত সুইডিশ ফটোগ্রাফার জোহান বাভম্যানের ‘সুইডিশ ড্যাডস’ দ্বারা অনুপ্রাণিত এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশন ও বিভাগীয় কমিশনারসহ স্থানীয় কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় এই প্রদর্শনী চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থীরা এই প্রদর্শনী চলবে।
অনলাইনে অনুষ্ঠিত মাসব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে ১০০ ছবি থেকে ২৩ জন পিতাকে নির্বাচিত করা হয়েছে। জুরি বোর্ডে রয়েছেন এইচ.ই. নিকোলাস উইকস, বাংলাদেশে সুইডিশ রাষ্ট্রদূত স্টেফান লিলার, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মাসাকি ওয়াতাবে, প্রতিনিধি ইউএনএফপিএ মিস. গীতাঞ্জলি সিং, জাতিসংঘের নারী প্রতিনিধি মিসেস সাবিনা ইয়াসমিন, সাইফুল হক।
এনই