কখনো কখনো পৃথিবীকে

কখনো কখনো পৃথিবীকে

TheBusinessDaily

Published : ০০:৫৬, ২৪ এপ্রিল ২০২৫

কখনো কখনো পৃথিবীকে
কখনো কখনো পৃথিবীকে দীর্ঘশ্বাস ছাড়া 
কিছুই মনে হয় না 
যখন মায়ের কবরের পাশে দাঁড়াই সজল চোখে 
স্পর্শ করতে শিয়রে রাখি দুই হাত। 
আর অসীম শূন‍্যতা আমাকে আঁকড়ে 
ধরে
মাকে দেখি - সত্যিই কী দেখি! 
তবে কেন মাকে দেখার তীব্র দহনে 
জ্বলি চল্লিশ বছর!
 
কেন এত মায়া ! কেন এত প্রাণে প্রাণ!
কেন এত যুদ্ধখেলা দখলদারিত্ম‍্য
কেন এত-এত হত‍্যার মাতাল নেশা!

আমিও তো মরে যাবো ঠিক একদিন 
মরে যাবে সব; এটা চিরন্তন  
তবু কেন মরণের যুদ্ধে খেলি স্বার্থের ঢেউয়ে  
ভেসে ভেসে যাই

ফিরে তো পাবো না কোনো শক্তিতেই মাকে 
বরং আমি এগিয়ে যাচ্ছি দিন দিন মা’র দিকে

যেভাবে শুয়ে আছেন আমার পূর্বপুরুষ ঠিক সে-রকম।

  রকিবুল হাসান

শেয়ার করুনঃ
Advertisement