বই প্রকাশের আগে নিজেকে প্রস্তুত করার উপায়!
Published : ১৬:৪৬, ২৮ অক্টোবর ২০২৪
সবাই লেখক হতে চাই। তবে লেখক হওয়াটা সাধনা ও নিষ্ঠার ব্যাপার। এর জন্য পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হয়। যারা সত্যিকারের লেখক হবার স্বপ্ন দেখেন তাদের এ কৌশলগুলো কাজে লাগবে।
চলুন জেনে নেই বই প্রকাশের আগে নিজেকে প্রস্তুত করার উপায়!
১) বই পড়ার বিকল্প নেই। বেশি বেশি নানান বিষয়ের বই পড়তে হবে। শুধু বিনোদনের জন্য নয়, শেখার জন্য পড়তে হবে বই। বই হবে সবসময়ের সঙ্গী।
২) অপরকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং লিখতে হবে নিজের দায়িত্ববোধ থেকে। সত্য বলতে হবে, তা যত তিক্তই হোক।
৩) প্রাথমিকভাবে নিজের জন্য লিখুন। লেখাটাকে আনন্দের বিষয় করে তুলুন। যা ভালো লাগে, তা নিয়ে লিখুন। নিজের ওপর কোনো জিনিস জোর করে চাপিয়ে দেবে না।
৪) কঠিন সমস্যা নিয়ে চিন্তা করুন। আড়ালে থাকা বিষয়কে তুলে আনুন। জীবন ও সমাজের কোনো জটিল সমস্যার ওপর আলোকপাত করুন, যা সবার দৃষ্টি আকর্ষণ করবে।
৫) গল্প লেখার সময় কাহিনির দিকে নজর দিন, ব্যাকরণের দিকে নয়। কাহিনিকে সুন্দর ও আকর্ষণ করার জন্য যেরকম শব্দ যেভাবে ব্যবহার করা প্রয়োজন, ঠিক তেমনটাই করুন।
৬) গল্পকে বেশি তথ্যবহুল করা যাবে না। গল্পকে তথ্যে ভারী করে ফেললে তা গল্পের মজাকে নষ্ট করে। চরিত্রায়ণ ও ঘটনাবিন্যাসকে বেশি প্রাধান্য দিন।
৭) মানুষজন বাস্তবে কী করে তা নিয়েই গল্প তৈরি করুন। বাস্তব থেকে গল্পের উপাদান গ্রহণ করতে হবে, তাতে কল্পনার রং লাগালেও তা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে।
৮) নতুন বিষয় নিয়ে লিখতে হবে। পুরোনো বিষয় নিয়ে লেখার কোনো অর্থ হয় না। যা মানুষ কখনো ভাবেনি তা নিয়ে লেখুন। ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখুন ও লিখুন।
৯) লেখক হওয়ার জন্য মাদকের আশ্রয় নেবেন না। মাদকে মাথা খোলে—এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং মাদক গ্রহণে মস্তিষ্কের ক্ষতি হয়, চিন্তায় পঙ্গুত্ব আসে।
১০) অন্য কোনো লেখককে হুবহু অনুকরণ করে লিখবেন না। নিজের স্টাইল তৈরি করুন। নিজের ধ্যানধারণা থেকে নিজের মতো করে লিখুন।
১১) কোন ধরণের পাঠকের জন্য লিখছেন তা লেখার সময় মাথায় রাখুন। আপনার ধারণাগুলো তাদের উপযোগী করে প্রকাশ করুন।
১২) কোনোকিছু লেখার পর সেটি পুনরায় দেখুন। নিজের লেখার প্রথম পাঠক হবেন নিজেই। সমালোচকের দৃষ্টি দিয়ে নিজের লেখাকে বিচার করুন।
বিডি/এন