বুকার জিতলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে

বুকার জিতলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৫, ১৪ নভেম্বর ২০২৪

২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। গত মঙ্গলবার (১২ নভেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

হার্ভে তার উপন্যাস ‘অরবিটাল’ এর জন্য এই পুরস্কার জিতেছেন। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয়জন নভোচারীর এক দিনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে। অরবিটালে যে ছয় নভোচারীর কথা বলা আছে, তাদের দুজন পুরুষ এবং চারজন নারী।

২০১৯ সালের পর প্রথম নারী হিসেবে বুকার পুরস্কার জিতলেন হার্ভে। তিনি পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড পাবেন।

বিচারক প্যানেলের চেয়ারপারসন অ্যাডমুন্ড ডে ওয়াল মঙ্গলবার বলেছেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে ব্রিটিশ লেখক হার্ভেকে বুকার পুরস্কারজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

হার্ভে জানান, যেসব মানুষ পৃথিবীর পক্ষে সরব থাকেন, অন্য মানুষের মর্যাদা, অন্য প্রাণের পক্ষে কথা বলেন এবং যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন ও কাজ করেন তাদের সবার জন্য তিনি পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ উৎসর্গ করছেন।

পুরস্কার জেতার পর বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ভে বলেন, তিনি পুরোপুরি বিস্মিত এবং অত্যন্ত অভিভূত হয়েছেন। 

তিনি আরও বলেন, এই পুরস্কার তার জীবন পরিবর্তন করে দেবে।

৫০ হাজার পাউন্ড পুরস্কারের অর্থ কীভাবে খরচ করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে একটা নতুন বাইক কিনতে হবে এবং সেটা হবে একটি ভালো বাইক।

অরবিটাল বইটি মোট ১৩৬ পৃষ্ঠার। এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে। হার্ভে কোভিড-১৯ মহামারির লকডাউনে অরবিটাল বইটি লিখেছিলেন।

এ বছরের বুকার পুরস্কারের জন্য অন্যান্য মনোনীত লেখকদের মধ্যে মার্কিন লেখক র্যাচেল কুশনার এবং কানাডার লেখক অ্যান মাইকেলসও ছিলেন।

এনই

শেয়ার করুনঃ
Advertisement