কেকেএফের চিত্রকলা প্রদর্শনী: সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা উদযাপন
Published : ০১:৫৫, ১৯ নভেম্বর ২০২৪
‘জয় সকল শিশুর’ শিরোনামে কেকএফ একটি বিশেষ চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছিল। এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলো কেকেএফ-এর আশ্রয়কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুরা। প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছিল গত ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার লালমাটিয়ার ভূমি গ্যালারিতে।
এই প্রদর্শনীর মাধ্যমে, সমাজে পিছিয়ে পরা শিশুদের সৃজনশীলতা এবং তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে, নানা ধরনের অভাব এবং সামাজিক প্রতিকূলতার মধ্যেও সুযোগ থাকলে যে শিল্পের বিকাশ সম্ভব এ প্রদর্শনী তারই বহিঃপ্রকাশ। প্রদর্শনীতে ছিল এ সকল সুবিধাবঞ্চিত শিশুদের তৈরী চিত্রকলা, অঙ্কন, এবং সূচি শিল্পের মাধ্যমের শিল্পকর্ম, যা শিশুদের জীবনের বাস্তবতা, কল্পনা অথবা স্বপ্নের প্রতিফলন।
তিন দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন খ্যাতনামা শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, যেমন বীরেন সোম, আহসান হাবিব, রাজিয়া সুলতানা খান, নিয়াজ জামান, লতিফুল ইসলাম শিবলী সহ প্রতিথযশা অন্যান্য গুণীজন। কেকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে শিশুদের অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্থপতি মোঃ মাজহারুল কাদের, কেকে ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ও এক্স ইন্ডেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহীন মাজহার। তারা এই শিশুদের প্রতিভার যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করেছেন এবং শিল্পের মাধ্যমে শিক্ষা ও সামাজিক উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।
এই প্রদর্শনী কেকেএফ-এর চলমান উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে আয়োজিত হয়েছিল। যারা সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়, শিক্ষা এবং সৃজনশীল সুযোগ প্রদান করে তাদের ভবিষ্যত গড়তে সাহায্য করে চলেছে, এ প্রদর্শনী তাদের অন্যরকম আনন্দ দিয়েছে বলে কেকেএফ আশা করছে। প্রদর্শনীটি ছিল কেবল শিশুদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগই নয়, বরং এটি সমাজের কাছে এই শিশুদের গল্প শোনানোর এবং তাদের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি মাধ্যম।
এই প্রদর্শনীর মাধ্যমে যেসব চিত্রকলা বিক্রয় হয়েছে, তা থেকে প্রাপ্ত অর্থ কেকেএফ-এর শিশুদের শিক্ষা, আশ্রয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় হবে। কেকেএফ এর লক্ষ্য ছিল এই প্রদর্শনীটির মাধ্যমে সমাজের সামনে শিশুদের প্রতিভার কথা তুলে ধরা যাতে করে সমাজের বিভিন্ন মহল এ সকল শিশুদের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে পারে।
প্রসঙ্গত, কেকেএফ একটি অ-লাভজনক সংস্থা যা সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে। তারা শিক্ষা, আশ্রয় এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যত বিনির্মাণে প্রতিশ্রুতিশীল। আশ্রয়কেন্দ্রের প্রকল্পের পাশাপাশি কেকেএফ এর আরও নানা ধরনের উন্নয়নমূলক কাজ আছে যাদের মধ্যে স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, নিরাপদ পানি, প্রশিক্ষণ, শিক্ষা এবং স্বাবলম্বীকরণ প্রকল্প সহ অন্যান্য কার্যক্রম।
এনই