রুগ্ন ব্যাংকগুলোর দায় তাদের নিজেদের: গভর্নর

রুগ্ন ব্যাংকগুলোর দায় তাদের নিজেদের: গভর্নর

নিজস্ব প্রতিবেদক

Published : ১৬:০১, ২০ আগস্ট ২০২৪

রুগ্ন ব্যাংকগুলোর দায় তাদের নিজেদের বলে শতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ‌‘অতীতের মতো বিশেষ তারল্য সহায়তা দিয়ে কোনো ব্যাংককে বাঁচাবে না বাংলাদেশ ব্যাংক। সবসময় উদ্ধার করা যেমন ঠিক নয়, তেমনি ব্যাংক বন্ধ করে দেয়াও উচিত নয়।’

মঙ্গলবার (২০ আগস্ট) ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ‘অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। তবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। কেননা, প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কর্মসংস্থানের বিষয় জড়িত। এছাড়া দুর্বল ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’
 
মনসুর বলেন, ‘শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংকের তারল্য সহায়তা স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরইমধ্যে ৬টি রুগ্ন ব্যাংকের ওপর বিধিনিষেধও আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।’
 
এক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, ‘রুগ্ন ব্যাংক থেকে টাকা উত্তোলনের অধিকার আমানতকারীদের আছে এবং গ্রাহক আস্থা হারিয়ে ফেললে সেই দায় ব্যাংকগুলোর। সেক্ষেত্রে ব্যাংকগুলোকে বাঁচাতে নতুন করে কোনো সহায়তা দেওয়া হবে না।’

দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

দেশ থেকে যারা টাকা নিয়ে গেছে তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সদ্য পদত্যাগী গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। 

বিডি/এম

শেয়ার করুনঃ
Advertisement