ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠন

ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠন

নিজস্ব প্রতিবেদক

Published : ১৬:৫৬, ২২ আগস্ট ২০২৪

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে অবশেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙে গঠন করা হয়েছে নতুন পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেয়া হবে। পরবর্তী সময়ে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেয়া হবে।

এর আগে গত বুধবার (২১ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে জানিয়ে গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলে নেয়। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা এস আলম গ্রুপ বের করে নিয়েছে।

এস আলমের হাতে ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে। এরইমধ্যে বিএসইসি এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement