ব্যাংকিং খাতে নারীর অংশগ্রহণ কম: ড. আহসান এইচ মনসুর
Published : ১৬:৩১, ১২ নভেম্বর ২০২৪
আমাদের এজেন্ট ব্যাংকিং দ্রুত ছড়িয়ে যাচ্ছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, মোবাইল ফোন ফাইন্যান্সিয়াল সার্ভিসেও (এমএফএস) আমাদের সফলতা দারুণ। তবে ব্যাংক খাতে নারীর অংশগ্রহণ কম।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। বণিক বার্তা আয়োজিত সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কোনো ধরনের অর্থনৈতিক মন্দা হবে না। কিন্তু দেশে প্রবৃদ্ধির গতি যেভাবে কমে গেছে, তা অনিবার্য ছিল।
আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা কি শ্রীলংকা হয়ে গেছি? অবশ্যই না। আমাদের প্রবৃদ্ধি নেতিবাচক হয়নি। অর্থনীতিও ধসে পড়েনি। হতে পারতো, কিন্তু হয়নি। এ বিষয়ে একধরনের উপলব্ধি থাকতে হবে যে বাংলাদেশ মন্দা এড়াতে পেরেছে।’
গভর্নরের বক্তব্যে উঠে আসে, ‘কেন্দ্রীয় ব্যাংক এখন সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করছে। এ বাস্তবতায় দেশে প্রবৃদ্ধির হার কিছুটা কমে যাবে। স্থিতিশীলতা অর্জনে ব্যাংক ও ব্যবসায়ীদের সংগঠনগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় আলোচনা করেছে। ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বদলানো হয়েছে। নতুন পর্ষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। প্রতিদিনই বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর নগদ অর্থপ্রবাহ পর্যবেক্ষণ করছে। একটি ব্যাংক থেকে ২৩ হাজার কোটি টাকা যদি এক পরিবার নিয়ে যায়, তাহলে সেই ব্যাংকের কী থাকে। এসব ক্ষেত্রে নতুন কিছু করতে হবে।’
বিডি/এন