ব্যাংকগুলো তারল্য সহায়তা পেয়েছে ৭২৯০ কোটি টাকা

ব্যাংকগুলো তারল্য সহায়তা পেয়েছে ৭২৯০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

Published : ২৩:১০, ৬ ডিসেম্বর ২০২৪

ব্যাংকগুলোতে তারল্যের জোগান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রাবাজার থেকে সহায়তা দেওয়া হচ্ছে। গত বুধবার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কেনা ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখে ঋণ দিয়েছে ২ হাজার ৩৭৮ কোটি টাকা। বৃহস্পতিবার কলমানি মার্কেট থেকে ব্যাংকগুলো ধার করেছে ৫ হাজার ২১২ কোটি টাকা। দুই খাত থেকে ব্যাংকগুলো তারল্য পেয়েছে ৭ হাজার ২৯০ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংককে তাদের আগে কেনা ট্রেজারি বিল বা বন্ড বন্ধক রেখে নিয়মিতভাবে স্বল্পমেয়াদি ধার দিচ্ছে। এর মধ্যে ধারের মেয়াদ পূর্ণ হলে সেগুলো পরিশোধ করে আবার ধার নিচ্ছে।

এই প্রক্রিয়ায় গত বুধবার নিয়েছে ২ হাজার ৩৭৮ কোটি টাকা। এতে সুদের হার ছিল সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ। এদিকে আগের ধারের মেয়াদ পূর্তি হওয়ায় ৭৭১ কোটি টাকা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে কলমানি মার্কেট থেকে ব্যাংকগুলো মোট ধার করেছে ৫ হাজার ২১২ কোটি টাকা। এর মধ্যে কলমানি থেকে নিয়েছে ৪ হাজার ৮৯৮ কোটি টাকা। বাকি টাকা নিয়েছে স্বল্প ও মেয়াদি ধার হিসাবে। কলমানির সর্বোচ্চ সুদ হার ছিল ১১ শতাংশ। মেয়াদি ধারের সুদ হার ছিল সর্বোচ্চ ১২ শতাংশ। এর সুদ আগে সর্বোচ্চ ১৩ শতাংশে ওঠেছিল।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement