গবি বৃনোছাকসের সভাপতি ইমু, সম্পাদক আতিউর

Published : ২২:০৯, ১১ জানুয়ারি ২০২৫
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষীপুর থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা ও সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি (বৃনোছাকস) এর ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ১৩ সদস্য বিশিষ্ট ৬ মাস মেয়াদি এই কমিটি গঠিত হয়।
'এসো মিলিত হই মাতৃটানে, শেকড়কে ভালোবাসি মনেপ্রাণে’স্লোগানকে ধারণ করে দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি রাজনীতি ও প্রশাসন বিভাগের মো. আরিফুল ইমু এবং সাধারণ সম্পাদক ভেটেরিনারি অনুষদের আতিউর রহমান নির্বাচিত হয়েছেন।
১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি ফখরুল ইসলাম সজিব, সাইমা রাসেল তিথি, আবরার জাহিন আয়াত ও নুসরাত জাহান জেমি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জুবায়ের মাহমুদ, সাংগঠনিক সম্পাদক উৎস রয়, অর্থ সম্পাদক ১ আসমা খানম, অর্থ সম্পাদক ২ আবদুল আজিজ আলভি, প্রচার প্রচারণা ও দপ্তর সম্পাদক আল আমিন মাহমুদ কায়েস, শিক্ষা বিষয়ক সম্পাদক আবির মাহমুদ চৌধুরী।
অনুভূতি ব্যাক্ত করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিউর মাহমুদ বলেন, বৃনোচাকস-গবি মূলত একটি নন্ প্রফিট সোসাল অর্গানাইজেশন। এটির মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ে ও সর্বত্রই বৃহত্তর নোয়াখালীর ভাবমূর্তি রক্ষা ও উজ্জ্বল করা এবং ভ্রাতৃত্ব বন্ধ সুদৃঢ় করা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে দেওয়া। আমি আশা করছি আমাদের লক্ষ্য অনুযায়ী ২য় কার্যনির্বাহী কমিটি কাজ করবে এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।
নবনির্বাচিত সভাপতি মো. আরিফুল ইমু বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য সুদূর দক্ষিণাঞ্চল থেকে এখানে শিক্ষার্থীরা এসেছেন। বেসরকারি প্রতিষ্ঠান হলেও একজন শিক্ষার্থীর নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে৷ শুধু শিক্ষাক্ষেত্রেই নয় ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনেও নানা প্রয়োজনীয়তার দেখা মেলে। মূলত, আমরা সেই চিন্তাকে ধারন করেই নিজেদের মধ্যে একটা শক্ত শেকড় তৈরী করেতে চেয়েছি। এই কমিটি সেই চিন্তাকে ধারণ করেই এগিয়ে যাবে। সর্বোপরি উপদেষ্টা পরিষদ এবং সকলের ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই সংগঠনে সকল সদস্যদের যেকোন পরিস্থিতিতে পাশে থাকবো ইনশাআল্লাহ।
বিডি/এন