বিইউএফটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টে ক্লাব পার্টনার গবি

বিইউএফটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টে ক্লাব পার্টনার গবি

মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি

Published : ০১:২৮, ১২ জানুয়ারি ২০২৫

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২ হাজার  শিক্ষার্থীর অংশগ্রহণে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় ২দিন ব্যাপী আয়োজিত হয়েছে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫।

শনিবার (১১ জানুয়ারি) ক্যারিয়ার নির্দেশনা ও দক্ষতা অর্জনের জন্য অনুষ্ঠিত বিইউএফটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫-এর ক্লাব পার্টনার হিসাবে গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের (জিবিসিডিসি) ৪০ জন সদস্য অংশগ্রহণ করেছেন।

ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. মতিন চৌধুরী। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এন্ডই’র ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েদ আরেফিন।

অংশগ্রহণ করা গবি শিক্ষার্থী নাইমা জান্নাত আশা বলেন, ক্যারিয়ার ফেস্টের পরিকল্পনায় মুগ্ধ হয়েছি। বিশেষ করে সেখানে আমরা অভ্যর্থনা পেয়েছি তা অসাধারণ ছিলো। এই অনুষ্ঠান শিক্ষার্থীদের  শীর্ষ স্থানীয় পেশাজীবীদের সাথে যোগাযোগ  করার  একটি বিশেষ প্ল্যাটফর্ম প্রদান করে। যে সংস্থাগুলো অংশগ্রহণ করেছেন তারা শুধু পেশাগত সুযোগ প্রদর্শন করেনি বরং আমাকে সম্ভাব্য কর্মজীবনের পদ গুলো অন্বেষণ করে দিয়েছেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement