অধ্যাপক আনিসুর রহমান ছিলেন সমাজতান্ত্রিক চেতনার মানুষ

Published : ০০:৫৬, ২৪ জানুয়ারি ২০২৫
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসা বলেছেন, অধ্যাপক আনিসুর রহমান একাধারে কিংবদন্তি শিক্ষক, অর্থনীতিবীদ, একই সঙ্গে একজন সমাজচিন্তক। তিনি ছিলেন সমাজতান্ত্রিক চেতনার মানুষ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সেমিনার কক্ষে অর্থনীতি বিভাগের আয়োজনে ‘প্রয়াত অর্থনীতিবিদ আনিসুর রহমানের জাতির আত্মনির্ভরতার প্রশ্ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রবন্ধ পাঠকালে তিনি বলেন, চিন্তার সংঘাত যে অর্থনীতিকে প্রবাহিত করতে পারে তা অধ্যাপক আনিসুর রহমান তার লিখনিতে উল্লেখ করেছেন। বাংলাদেশের পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতির সংঘাত কিভাবে আমাদের অর্থ ব্যবস্থাকে দূর্বল করেছে তা তার লেখা থেকে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান খান বলেন, অধ্যাপক আনিসুর রহমান নিঃসন্দেহে বিজ্ঞ এবং অহমিকাহীন মানুষ ছিলেন সেটি তার লেখা থেকেই বোঝা যায়। নিজের পূর্ব পুরুষদের পেশা কৃষিকাজ ছিলো। তিনি নিজেও একটা সময় পর্যন্ত কৃষিকাজে জড়িত ছিলেন সেসব অবলীলায় তিনি লিখে গেছেন। নিজের দূর্বলতাকেও অবলীলায় শিকার করেছেন, যা মানুষ হিসেবে খুব জরুরি।
এছাড়াও অনুষ্ঠানে দেশপ্রেম, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং প্রয়াত অধ্যাপক আনিসুর রহমানের চিন্তা-ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা। যা অনুষ্ঠানে উপস্থিত সকলকে গভীরভাবে প্রভাবিত করে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি/এন