অসহায়-দুস্থ মানুষের মাঝে গবি ব্লাড কালেক্টর’স এর শীত বস্ত্র বিতরণ

অসহায়-দুস্থ মানুষের মাঝে গবি ব্লাড কালেক্টর’স এর শীত বস্ত্র বিতরণ

মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি

Published : ০১:২৩, ২৪ জানুয়ারি ২০২৫

অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন জিবি ব্লাড কালেক্টর'স। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের বাদাম তলায় উপাচার্য অধ্যাপক ড.আবুল হোসেনের উপস্থিতিতে ত্রিশ জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেয় সংগঠনটির সদস্য ও শুভানুধ্যায়ীরা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আরিফুর ইমু বলেন, ‘রক্ত দানের আকাঙ্খা থেকে গবি ব্লাড কালেক্টর প্রতিষ্ঠা করা হয়েছে। রক্ত দানের পাশাপাশি সকল মানবিক কাজে আমরা অংশগ্রহণ চেষ্টা করি। সে মানবিকতার জায়গায় থেকেই ক্ষুদ্র প্রয়াস।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার একেএম সাইফুল্লাহ, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল কাদের সহ বিভিন্ন বিভাগে প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং সংগঠনটির বিভাগীয় প্রতিনিধিরা।

রক্তদানের মহান ব্রত নিয়ে ২০২২ সাল হতে গবি ব্লাড কালেক্টর’স প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় অসহায় ও হতদরিদ্র মানুষদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে আসছে সংগঠনটি। যেমন- বন্যা দূর্গতদের ত্রাণ সহায়তা প্রদান, রমজানে পথশিশুদের মাঝে ইফতার সমগ্রী বিতরণ ইত্যাদি।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement