গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি:

Published : ১২:৪৩, ২৪ জানুয়ারি ২০২৫

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মারধর এবং হুমকি দিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা ও নতুন করে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ওসি মির সাজেদুর রহমান জানান, স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী ঘোনাপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। পরে সেখান থেকে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে থাকে রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মারধর এবং হুমকি দিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা ও নতুন করে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে হামলা চালানো হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement