ড্যাফোডিলে আসছে কমিউনিটির গল্প নিয়ে চলচ্চিত্র উৎসবের ২য় আসর

ড্যাফোডিলে আসছে কমিউনিটির গল্প নিয়ে চলচ্চিত্র উৎসবের ২য় আসর

TheBusinessDaily

Published : ১২:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)-এর দ্বিতীয় সিজন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এবারের ফেস্টিভ্যালের থিম ‘কোস্টাল লাইফ’ (উপকূলীয় জীবন), যেখানে বাংলাদেশের উপকূলীয় সম্প্রদায়ের মানুষের প্রতিকূলতা, সংস্কৃতি, সহনশীলতা ও জীবিকা নিয়ে আলোকপাত করা হবে। 

এছাড়া, ১৯ ফেব্রুয়ারি আয়োজনের বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, মিরপুর-১-এ, যেখানে থাকবে নির্বাচিত কনটেন্টের বিশেষ প্রদর্শনী।

১৮টি দেশ থেকে সব মিলিয়ে ১৫৩টি চলচ্চিত্র জমা পড়েছে। এই আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে উপকূলীয় মানুষের এর গল্পগুলোকে একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে উপস্থাপন করা হবে, পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে।

"সিডিএসটিএফ-এর প্রধান উপদেষ্টা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আফতাব হোসেন বলেন, 'সিডিএসটিএফ-এর উদ্দেশ্য ছিলো সমাজের জন্য কাজ করা, এবং ধীরে ধীরে আমরা এটি বাস্তবায়ন করছি। বর্তমানে, আমাদের এই প্রকল্পটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এবং আমরা আশাবাদী যে, ভবিষ্যতে এটি পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়বে।"

গতবারের মতো এবারেও ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য ছিলো চারটি ক্যাটাগরি যথাক্রমে, ইনডিপেন্ডেন্ট ক্যাটাগরি, ডিআইইউ বেস্ট কমিউনিটি ডিজিটাল স্টোরি ক্যাটাগরিত, ওয়ান-মিনিট ক্যাটাগরি, এবং সাংবাদিকতা ক্যাটাগরি। বিজয়ীদের জন্য মোট পুরস্কারের অর্থমূল্য হিসেবে রয়েছে ৪০,০০০ টাকা। 

সিডিএসটিএফ-এর কনভেনর ও সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান বলেন, "সিডিএসটিএফ বাংলাদেশের প্রথম ক্রাউডফান্ডিং ফিল্ম ফেস্টিভ্যাল, যেটিকে এ পর্যায়ে নিয়ে আসতে পুরো এক বছরেরও বেশি সময় ধরে কাজ করতে হয়েছে। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এই সিজনটি ইতিমধ্যেই প্রথম সিজনকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে।”

সিডিএসটিএফ সিজন দুইয়ের বিচারক প্যানেলে রয়েছেন চ্যানেল ২৪-এর ব্রডকাস্ট জার্নালিস্ট এবং জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা আশ্বাস এম এ চৌধুরী, স্টুডিও ইয়েলো সামথিং লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং চলচ্চিত্র পরিচালক রাকা নওশিন নওয়ার ও তা), এবং অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. ম্যাক্স শ্লেসার। 

ফেস্টিভ্যাল কোঅর্ডিনেটর নাঈম হাসান রিদয় বলেন, "সিডিএসটিএফ সিজন দুইয়ের এই সাফল্য প্রমাণ করছে যে আবেগ এবং দলবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কী অর্জন করা সম্ভব।"

ফেস্টিভ্যাল ডিরেক্টর ইকবাল হোসেন  জানান, "এটি জেএমসি বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত একটি ফেস্টিভ্যাল। বাংলাদেশের প্রথম ক্রাউডফান্ডিং ফেস্টিভ্যাল হিসেবে, আমরা এটিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল জনগোষ্ঠীর গল্প বলার একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।"

ফেস্টিভ্যালটিতে পার্টনার হিসেবে রয়েছে স্টার সিনেপ্লেক্স, কাজি অ্যান্ড কাজি টি (বেভারেজ পার্টনার), ওয়ান্ডারওয়ে ট্রাভেলস (অ্যাওয়ার্ড পার্টনার), এক্সপার্ট কম্পিট ডিভাইস কেয়ার, জেসিআই বরিশাল (ইয়ুথ পার্টনার), লিলি বেলি (ক্লোদিং পার্টনার), বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (এডুকেশনাল পার্টনার), প্রথম আলো ডটকম এবং ইউএনডিপি (স্ট্র্যাটেজিক পার্টনার), ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ (ইউএনডিপি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি (ডিআইইউএফএস) কমিউনিটি পার্টনার হিসেবে, এবং অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি (ইনস্টিটিউশনাল পার্টনার)।

শেয়ার করুনঃ
Advertisement