রাবিপ্রবিতে শুরু হচ্ছে দুটি ভবনের কাজ  রাবিপ্রবি প্রতিনিধি

রাবিপ্রবিতে শুরু হচ্ছে দুটি ভবনের কাজ  রাবিপ্রবি প্রতিনিধি

রাবিপ্রবি প্রতিনিধি

Published : ১৩:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দুটি  ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় প্রশাসনিক ভবন-১ এবং একাডেমিক ভবন-১ এর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান। 

উদ্বোধনকালে উপাচার্য শুরুতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শেলটেক ও কাজের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান।

এসময় উপাচার্য বলেন,"আমরা যে লম্বা প্রত্যাশার দোরগোড়ায় দাড়িয়েছিলাম, আজকে তার বাস্তবায়নের পথে হাঁটছি। যারা এতোদূর পর্যন্ত নিয়ে আসবার জন্য চেষ্টা করেছেন,শ্রম দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।" তিনি আরও বলেন, "এটা শুরু কিন্তু শেষ না। আমাদের আরো দুটি ভবনের কাজ আগামী মাসে শুরু হবে এবং ২০২৬ সালের জুন মাসের মধ্যে ৪টি ভবনের কাজ শেষ হবে।"

কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আক্তার, ইঞ্জিমিয়ারিং অনুষদের ডীন ধীমান শর্মা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর  প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটি জেলার নির্বাহী প্রকৌশলী জনাব বিজক চাকমা, সহকারী প্রকৌশলী জনাব আলো জ্যোতি চাকমা, শেলটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর টীম লিডার জনাব মুকতাসিম খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।  

এদিকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হওয়া দেখে রাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের হাওয়া ও তৈরি হচ্ছে নতুন উদ্দ্যোম। নবাগত উপাচার্যকে সমর্থন জানিয়ে তারা অপেক্ষার প্রহর গুনছে প্রাণের বিশ্ববিদ্যালয়ে নতুন বসন্ত দেখার ।

এনই

শেয়ার করুনঃ
Advertisement