রাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স

রাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স

রাবিপ্রবি প্রতিনিধি:

Published : ১৫:১৭, ১১ এপ্রিল ২০২৫

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'রাবিপ্রবি আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল ২০২৫'। 

"বায়োসায়েন্স এবং বায়োসিকিউরিটি উদ্ভাবন এবং সহযোগিতা: একটি টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণের অনুসন্ধান"- প্রতিপাদ্যে আগামী ১৬-১৮ মে রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। 

সেমিনারে মূল বক্তা হিসেবে থাকবেন জিনবিজ্ঞানী, গবেষক, লেখক, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজির সাবেক গবেষক ও পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক ড. আবেদ চৌধুরী, আইসিডিডিআরবি এর হেড অব বায়োসেফটি ও গবেষক ড. আসাদুলগানি এবং গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. মনিরা আহসানসহ পৃথিবী খ্যাত গবেষকরা এতে অংশ নিবেন।

আয়োজক কমিটির সভাপতি ও রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বলেন, কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়ামই হলো একাডেমিয়ার প্রাণ। কনফারেন্স এ নতুন জ্ঞানের পশরা নিয়ে দেশ বিদেশের গবেষকরা আসায় জ্ঞান তৈরি এবং বিতরণের নেশা জাগে ছাত্র- শিক্ষক- গবেষকদের মাঝে। পরস্পরের মধ্যে তৈরি হয় নানামুখী ব্রীজিং। বিশ্ববিদ্যালয় হয়ে উঠে জ্ঞান উৎপাদন ও বিতরনের আখর। সে কারনেই রাবিপ্রবি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স। 

তিনি আরও জানান, নয়টি বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন গবেষকরা। সেগুলো হলো- ইমার্জিং অ্যান্ড রি-ইমার্জিং ডিজিজেস,বায়োটেকনোলজি ইন অ্যাগ্রিকালচার, অলটারনেটিভ মেডিসিন, ড্রাগ ডিজাইন, ড্রাগ ডিসকভারি, অ্যান্ড ড্রাগ ডেলিভারি,বায়োসায়েন্স ইন আদার ফিল্ডস, ন্যানোড্রাগস অ্যান্ড ন্যানোম্যাটেরিয়ালস, নিউ মাইক্রোবিয়াল অ্যান্ড অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোডাক্টস,বায়োইনফরমেটিকস ইন ইনফেকশাস ডিজিজেস এবং ক্লিনিকাল ডেটা সায়েন্স।

তিনদিন ব্যাপী বিজ্ঞানের এই বর্ণিল আয়োজনে আরো থাকবে- প্লেনারি স্পিচ, কীনোট স্পিচ, ইনভাইটেড স্পিচ, ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন,ডিবেট ফর সায়েন্স, আইডিয়া কনটেস্ট, থ্রি মিনিট প্রেজেন্টেশন, পলিসি ডায়ালগ ফর সায়েন্স, স্টোরি বিহাইন্ড দ্য স্টোরিজ অফ ট্রাডিশনাল ট্রিটমেন্টস।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন (https://icbc.rmstu-conf.ac.bd/)

উল্লেখ্য, রাবিপ্রবি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের রেজিষ্ট্রেশন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement