বন্যাদুর্গতদের পাশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডা

বন্যাদুর্গতদের পাশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২৪, ৫ সেপ্টেম্বর ২০২৪

বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)। সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ত্রাণ সংগ্রহ করছেন। এছাড়া ফার্মাসি বিভাগের উদ্যোগে তৈরি হচ্ছে খাবার স্যালাইন।

রাজধানীর ধানমন্ডিতে ফার্মাসি বিভাগের ক্যাম্পাসে অর্ধ শতাধিক শিক্ষার্থী নিজস্ব মেশিনে স্যালাইন তৈরি করেন। ক্লাসরুমে পাওয়া শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে তারা দাঁড়িয়েছেন বন্যার্ত মানুষের সহযোগিতায়।

বিভাগ‌রে শিক্ষার্থী জেবা জান্নাত জানান, সমা‌জের প্রতি দায়বদ্ধতা থে‌কে  তারা এই কাজ কর‌ছেন। নি‌জেদের সাধ‌্য অনুযায়ী বন‌্যার্তদের পা‌শে থাকার চেষ্টা কর‌ছেন।

প্রস্তুতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাতকরণ এর মাধ্যমে ছাত্র- ছাত্রীরা কয়েকদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। শিক্ষকরা জানিয়েছেন তাদের লক্ষ্য এক লাখ স্যালাইন তৈরি। পরবর্তীতে সহযোগিতা পেলে তারা আরও স্যালাইন তৈরি করবেন।
 
বিভাগ‌ের ল‌্যাব ফ‌্যাকা‌ল্টি শা‌কিল আহমেদ ব‌লেন, আমরা আমা‌দের ল‌্যা‌বের সর্বাধুনিক যন্ত্র দি‌য়ে স‌্যালাইন তৈ‌রি করেছি। আশা ক‌রি বন‌্যাদুগর্ত‌দের কিছ‌ুটা ক‌া‌জে লাগ‌বে স‌্যালাইনগু‌লো।

ইতোম‌ধ্যে ৩০ হাজার স‌্যালাইন তারা বাংলাদ‌শ সেনাবা‌হিনীর মাধ‌্যমে বন‌্যার্তদের সহায়তা পৌঁছে দিয়েছে বলেও জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
 

এনই

শেয়ার করুনঃ
Advertisement