গবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

গবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Published : ২১:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৪

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

উদ্বোধনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, 'ক্রীড়া এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি গর্বের জায়গা। খেলার মধ্যে যেন কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সকলের সতর্ক থাকতে হবে। এছাড়া খেলাধুলার কারণে শ্রেণী কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেদিকে শিক্ষকদের নজর রাখতে হবে।'

এবারের প্রতিযোগিতায় ছেলেদের ১৭ এবং মেয়েদের ১৪ টি টিম অংশগ্রহণ করছে। ছেলেদের উদ্বোধনী ম্যাচে সমাজবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগকে ৪-১ গোলে পরাজিত করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মদ মুকাম্মেল সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত  টুর্নামেন্টের পর্দা নামবে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement