জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ

জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ

মোঃ ফরহাদ আলম

Published : ১৫:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৪

নরসিংদীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার বিদায়ী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মাদরাসা অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার রেক্টর ড. আ. ন. ম. রফিকুর রহমান আল মাদানী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন আল মাদানী, সাবেক উপাধ্যক্ষ হাফেয মাহমুদুল হাসান আল মাদানী, জামেয়া কাসেমিয়া ট্রাস্টি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক মিয়া ও নরসিংদী প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভূইয়া।

এসময় আরো বক্তব্য রাখেন নরসিংদী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমীন, জামেয়া ক্যাম্পাস সভাপতি মুজাহিদুল ইসলাম সাদেক সহ আরও অনেকে।

অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা প্রদান ও বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement