স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি সন্ধ্যা 

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি সন্ধ্যা 

মারুফ হাসান

Published : ১৬:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৪

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালি গানের আসর।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠানটি সন্ধ্যায় শুরু হয়ে চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। 

কাওয়ালি সন্ধ্যায় গান পরিবেশনা করেন সিন্দাবাদ শিল্পী গোষ্ঠী এবং আরমান কাওয়াল ও তার দল। পাশাপাশি দেশাত্মবোধক গান, কবিতা ও বিভিন্ন ধরনের দ্রোহের গানও পরিবেশন করা হয়।

এতে বাংলা, আরবি, উর্দু ও হিন্দি ভাষার জনপ্রিয় কাওয়ালি পরিবেশন করেন শিল্পীরা। বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি সাবেক ও বর্তমান শিক্ষার্থী কাওয়ালী সন্ধ্যায় অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানের শুরুতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান শিক্ষার্থীদের আয়োজন নিয়ে কথা বলেন। 

এছাড়া উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। 

অনুষ্ঠান শেষে কাওয়ালি  পরিবেশন করা শিল্পীরা নিজেদের উচ্ছ্বাসের কথা জানান।

তারা বলেন, বহুদিন পর তারা মুক্তভাবে গান পরিবেশনা করতে পারছেন দেশের নানান প্রান্তে। পাশাপাশি তারা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ এমন দর্শক পেয়ে ভীষণ আনন্দিত।

আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর কাওয়ালি সন্ধ্যার মাধ্যমে সকল বিভাগের শিক্ষার্থীদের একটা মিলনমেলা হয়েছে। আমরা একটা সুন্দর আয়োজন করতে পেরেছি, এটাই আমাদের ভালো লাগার জায়গা। আমরা কোন ধরনের বৈষম্য চাই না সমাজের কোনো ক্ষেত্রে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement