বিআরসি আইন সংস্কারে ঢাবি শিক্ষার্থীদের ৪ দফা দাবি

বিআরসি আইন সংস্কারে ঢাবি শিক্ষার্থীদের ৪ দফা দাবি

সাইফুল ইসলাম:

Published : ১৪:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি) অ্যাক্ট-২০১৮ সংস্কারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডারস বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১টায় রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

সমাবেশে তারা সমাজকল্যাণ উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর ৪টি দাবি জানান। দাবিগুলো হলো-

১. বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এ্যাক্ট-২০১৮ এর বৈষম্যমূলক ধারা সংস্কার করে Speech & Language Therapist এর যোগ্যতার মাপকাঠি হিসেবে BSS in Speech and Language pathology এবং অতিরিক্ত যোগ্যতা হিসেবে MSS in Speech and Language pathology ডিগ্রি তফসিলভুক্ত করতে হবে।

২. বিদ্যমান ৩২ সদস্য বিশিষ্ট রিহ্যাবিলিটেশন কাউন্সিলের প্রশ্নবিদ্ধ সদস্যদের বাদ দিয়ে সকল অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে কাউন্সিলের যৌক্তিক সংস্কার করতে হবে।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও পেশাজীবীবিদের প্রতি হয়রানিমূলক রিট উইথড্র করতে হবে।

৪. উপরোক্ত দাবিগুলো পূরণ করার পূর্বে এই রিহ্যাবিলিটেশন কাউন্সিলের মাধ্যমে কোনো তফসিল বা নীতিমালার খসড়া যেমন- রিহ্যাবিলিটেশন শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি বিষয়ক নীতিমালা-২০২৪ ও রিহ্যাবিলিটেশন পেশাজীবির নিবন্ধন ও প্র্যাকটিশনার লাইসেন্স প্রদান-২০২৪ অনুমোদন করা যাবে না।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement