গবির নারী শিক্ষার্থীদের জন্য নামাজের রুম, কমন রুম ও মেডিসিন কর্ণার চালু

গবির নারী শিক্ষার্থীদের জন্য নামাজের রুম, কমন রুম ও মেডিসিন কর্ণার চালু

মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি

Published : ১৪:০৫, ৯ ডিসেম্বর ২০২৪

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) নারী শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত কমন রুম, নামাজের রুম এবং মেডিসিন কর্ণার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ডিসেম্বর) একাডেমিক ভবনের সি ব্লকের ৩০৫ নাম্বার রুমটি কমন রুম, নামাজের রুম এবং মেডিসিন কর্ণার হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

এই বিষয়ে ইংরেজি বিভাগের প্রভাষক সোনিয়া শিরিন বলেন, এই উদ্যোগ দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে। মেয়ে শিক্ষার্থীদের নামাজের ঘর ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধার অভাবে অনেক অসুবিধা হচ্ছিলো। এছাড়া রুমে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে, যা তাদের প্রয়োজন মেটাতে সহায়ক হবে।

এই বিষয়ে অনুভূতি প্রকাশ করে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ইন্টার্ণ শিক্ষার্থী অর্পিতা সাহা বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের ইতিবাচক উপস্থিতি লক্ষণীয়। ফলে নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী, শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘কমফোর্ট জোন’ হিসেবে কমন রুম অতন্ত্য প্রয়োজনীয় ছিলো।’

তিনি আরও বলেন,‘যেখানে থাকবে নিয়মিত পত্রিকার ব্যবস্থা, প্রয়োজনীয় কিছু বই, নামাজের স্থান, বেবি ফিডিং কর্ণার, স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা। একটু দেরিতে হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নামাজের স্থান, মেডিসিন কর্ণার, ভেন্ডিং মেশিন সহ কমন রুম ব্যাবস্থা চালু করেছেন তাই তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। তবে বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ডিপার্টমেন্টে কমপক্ষে একটি করে কমন রুম সুবিধা দেওয়া প্রয়োজন।’

উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে আমরা এই রুমের ব্যবস্থা করেছি। খুব শীঘ্রই ছেলেদের জন্যও একটি মেডিকেল কর্নার চালু করব, যা প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহৃত হবে।’

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement