মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি

Published : ১৭:১৯, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

সোমবার (১৬ ডিসেম্বর)  গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও ট্রেজারার অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এর নেতৃত্বে  সকাল ৮ টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস), গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস), গণ বিশ্ববিদ্যালয় ব্লাড কালেক্টর, গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও ক্লাবের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক কনক চন্দ্র রায়।  এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement