গবিসাসের নতুন সভাপতি পিংকি, সম্পাদক ইভা
Published : ১৭:৫৫, ২২ ডিসেম্বর ২০২৪
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) দ্বাদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সানজিদা জান্নাত পিংকিকে সভাপতি এবং বাংলাভিশনের প্রতিনিধি ইভা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন সিলেকশন কমিটির সদস্য মো. রিফাত মেহেদী।
৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জিয়াউর রহমান শোভন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল গণি উসমানি (সময়ের কন্ঠস্বর), অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম নিরব (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান (সাম্প্রতিক দেশকাল), দপ্তর সম্পাদক আবু হুরায়রা (দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (দৈনিক মানবজমিন, দ্য বিজনেস ডেইলি)।
এই কমিটির উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন একাদশ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. আখলাক ই রাসূল।
গবিসাসের সদ্য বিদায়ী সহ-সভাপতি মো. ইউনূস রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. রফিকুল আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠন ও ক্লাবের প্রতিনিধিবৃন্দ এবং গবিসাসের সাবেক দায়িত্বশীলগণ।
প্রসঙ্গত, বাংলাদেশের ইতিহাসে কোন সাংবাদিক সংগঠনের নেতৃত্বে প্রথবারের মত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দু’জন নারী মনোনীত হয়েছেন। গবিসাসের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এবং সাংবাদিক সংগঠনগুলো এ কমিটিকে অভিনন্দন জানায়।
বিডি/এন