গবিতে জুলাই-২৪ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
Published : ১৬:০৬, ২৭ ডিসেম্বর ২০২৪
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জুলাই-২০২৪ সেশনের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তত্ত্বীয়) শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে দুই শিফটে পরীক্ষা শুরু হয়।
প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২ টায় এবং দ্বিতীয় শিফট দুপুর ১ টা থেকে ৩ টায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই শিফটে যথাক্রমে ৩ টি অনুষদের ১২টি বিভাগের ১৪২৩ জন শিক্ষার্থী এবং ২ টি অনুষদের ৪ টি বিভাগের ১০৭৮ জন শিক্ষার্থী মিলিয়ে মোট ২৫০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান সহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, ৯ জানুয়ারি পর্যন্ত সেমিস্টার ফাইনাল (তত্ত্বীয়) পরীক্ষা চলবে।
বিডি/এন