ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে গবি শিক্ষার্থীর আকুতি

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে গবি শিক্ষার্থীর আকুতি

মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি

Published : ১৬:১২, ২৭ ডিসেম্বর ২০২৪

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার। মা-বাবা-সহ তিন ভাই, তিন বোনের বড় পরিবার ফারজানার। তার মা গত ৩ বছর যাবত খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত। বাবার কৃষিকাজ এবং মাছ চাষের উপর ভর করে চলতো ভাই-বোনদের পড়াশোনাসহ সংসারের যাবতীয় খরচ। অসুস্থতার কারণে বাবা উপার্জনক্ষম হয়ে পড়লে ভাইদের উপার্জনেই চলে সংসার। এমতাবস্থায় চরম আর্থিক সংকটে বন্ধ হয়ে গেছে ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা। মায়ের জীবন বাঁচাতে, চিকিৎসার খরচ চালাতে সকলের সহযোগিতা চেয়েছেন ফারজানা।

ফারজানা আক্তার বলেন, তার মা শামসুন্নাহার (৬২) ২০২২ সাল থেকে খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত। মহাখালী ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি এবং রেডিওথেরাপিসহ ক্যান্সারের যাবতীয় চিকিৎসা করানো হয়। এবছরেরই জুলাইয়ে স্ট্রোক জনিত কারণে কোমড়ের নিচের অংশ প্যারালাইসিস হয়ে যায়। এছাড়াও বর্তমানে ডায়বেটিস, থাইরয়েডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। ঢাকা পপুলার হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, নিউরোসাইন্স হাসপাতালসহ দেশের আরো বিভিন্ন হাসপাতালে স্ট্রোক পরবর্তী সময়ে চিকিৎসা করানো হয়।

সর্বশেষ ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে ফারজানার মায়ের চিকিৎসা করানো হয়। এখন পর্যন্ত চিকিৎসার জন্য অন্তত ১৫ লক্ষ টাকা খরচ করেছে পরিবারটি। বর্তমানে আর্থিক সংকটের কারণে পরিবারের পক্ষে চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। চিকিৎসার খরচ চালাতে না পারায় বর্তমানে চাঁদপুরে নিজ বাড়িতেই সাধারণ চিকিৎসা চালানো হচ্ছে। ক্যান্সার এবং প্যারালাইসিসের জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারনে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। দিনদিন শারিরীক অবস্থার অবনতি হচ্ছে তার মায়ের। নিজের পড়ালেখার খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে ফারজানাকে।

মাকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতা চেয়ে ফারজানা আক্তার বলেন, 'আমার বাবা অসুস্থ এবং উপার্জনক্ষম। ভাইদের পক্ষে পরিবারের সকলের ভরণপোষণ এবং মায়ের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছেনা। আর্থিক সংকটের কারণে মায়ের চিকিৎসা করাতে পারছি না, সন্তান হিসেবে এটা আমার কাছে কষ্টদায়ক। সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মায়ের চিকিৎসা করাতে পারবো।'

সহযোগিতা পাঠানোর মাধ্যম:- ০১৬২৯৯০৬৯৪৯/০১৮২০০৯৩৫৭৫ (বিকাশ/নগদ), ০১৬২৯৯০৬৯৪৯৫/০১৮২০০৯৩৫৭৫১ (রকেট), ব্যাংক হিসাব নং- সিটি ব্যাংক, হাজীগঞ্জ ব্রাঞ্চ, রাউটিং নং- ২২৫১৩০৮৮৯, এ/সি ২২২৪১১২৩৫৮০০১।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement