অ্যাওয়ার্ড পেলো আই-ইইই প্রাইম ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ
Published : ১৩:৪২, ১ জানুয়ারি ২০২৫
আই-ইইই বাংলাদেশ সেকশন আয়োজিতে এপ্রিশিয়েসন অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার এফএরআরএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়। এতে প্রাইম ইউনিভার্সিটি ‘আই- ইইই প্রমিজিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননা অর্জন করে।
এ বছর আই-ইইই প্রাইম ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্রাঞ্চের কাউন্সিলর মো. নাজমুল ইসলাম, উপদেষ্টা সুনির্মল কুমার বিশ্বাস, ব্রাঞ্চের চেয়ার তানভী সিদ্দিকী, সদস্য জাহিদুর রহমান, শাহরিয়ার হাসান রুমেল, মো. শরীফ, সিজানুর রহমান, আজমি আল ফাতেহী।
সফলভাবে সেমিনার, ওয়ার্কশপ , গবেষণামূলক কাজ ও বিভিন্ন কর্মসূচি পরিচালনার জন্য এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই ইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড.মোহাম্মদ মশিউল হক এবং সাবেক সেকশন চেয়ার প্রফেসর ড. সেলিয়া শাহনাজসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিরা।
এনই