ডিএসইতে সূচকের পতনে চলছে লেনদেন

ডিএসইতে সূচকের পতনে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৩:৫৫, ২০ এপ্রিল ২০২৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, রোববার (২০ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৯৬ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৪০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৭৪ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৭ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ টি কোম্পানির শেয়ারদর।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement