সূচকের বড় পতন, লেনদেন কমেছে

সূচকের বড় পতন, লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক

Published : ১৬:১৭, ২৪ জুলাই ২০২৪

বুধবার (২৪ জুলাই) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন গত কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে কমেছে লেনদেন। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।

ডিএসই ও সিএসই সূত্রে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৫.৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ২১৮৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৭.২৮ পয়েন্ট কমে ১ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২০টি কোম্পানির, ৩৫৫টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত আছে।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে মোট ১৫৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গত কার্যদিবসে ৩৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০৮.৪০ পয়েন্ট কমে ৯ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭.৯২ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৮৮ পয়েন্টে, শরিয়া সূচক ১৩.৪৭ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৯৪.৩৭ পয়েন্ট কমে ১১ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬টি কোম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ১০টির।
সিএসইতে দিন শেষে ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
প্রসঙ্গত, টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ বুধবার দেশের পুঁজিবাজার খুলেছে। তবে এদিন স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম সময় লেনদেন হয়। বেলা ১১টায় দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত এ লেনদেন চলে। বৃহস্পতিবারও একই সূচিতে লেনদেন চলবে। 
নির্বাহী আদেশে দেওয়া ৩ দিনের সাধারণ ছুটির কারণে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের দেশের সব অফিস-আদালত বন্ধ ছিল। একই কারণে বন্ধ ছিল দেশের পুঁজিবাজারও। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে এ ছুটি ঘোষণা করা হয়। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement