পুঁজিবাজারে মূল্যসূচকের উত্থানে চলছে লেনদেন
Published : ১৪:০০, ১৩ নভেম্বর ২০২৪
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (১৩ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩১৪ পয়েন্টে।
শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৮৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯৭০ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৩ টির, কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টি কোম্পানির শেয়ারদর।
বিডি/ও