৩ হাজার কোটি টাকা ঋণের গ্যারান্টি পেলো আইসিবি

৩ হাজার কোটি টাকা ঋণের গ্যারান্টি পেলো আইসিবি

নিজস্ব প্রতিবেদক

Published : ১৫:৪২, ১৪ নভেম্বর ২০২৪

কেন্দ্রীয় ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) তিন হাজার কোটি টাকা ঋণের গ্যারান্টি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি বিভাগ। বুধবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত নিশ্চয়তাপত্র ইস্যু করা হয়েছে। এর ফলে সরকারি নিশ্চয়তার বিপরীতে আইসিবি বাংলাদেশ ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকার ঋণসুবিধা পাবে।

জানা গেছে, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনার পাশাপাশি উচ্চ সুদে নেয়া তহবিল পরিশোধে প্রস্তাবিত এই ঋণ ব্যবহার করবে আইসিবি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দেয়া ৩ হাজার কোটি টাকার ঋণ বা এর ওপর আরোপিত সুদ অথবা সুদাসল আইসিবি পরিশোধে ব্যর্থ হলে তা সরকার পরিশোধ করবে। তবে সরকারকে কেন্দ্রীয় ব্যাংক যে মুনাফা দেয় তা থেকে এই ঋণের অপরিশোধিত অংশ বা সুদ সমন্বয় করা যাবে না।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মোটা অংকের এই ঋণের সুদ কত হবে তা নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাণিজ্যিক ঋণের সুদহারের চেয়ে এই ঋণের সুদহার কম হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে আইসিবি যখন এই অর্থ সংগ্রহ করবে সে সময় এর সুদ নির্ধারিত হবে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক মিনহাজ মান্নান গণমাধ্যমকে বলেছেন, আইসিবির সক্ষমতা বাড়াতে ঋণের নিশ্চয়তা দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলেও প্রত্যাশা করেন তিনি।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement