ডিএসইতে সূচকের উত্থান: দেড় ঘণ্টায় লেনদেন ১১৩ কোটি

ডিএসইতে সূচকের উত্থান: দেড় ঘণ্টায় লেনদেন ১১৩ কোটি

নিজস্ব প্রতিবেদক:

Published : ১২:৫০, ৫ ডিসেম্বর ২০২৪

আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১১৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়েছে। 

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ২০ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, আজ লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪.৪৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১.৩০ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫২৪২.৮৩ পয়েন্টে ও ১১৭৩.৫৫ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২৭.৯৯ পয়েন্টে। 

এ সময় ডিএসইতে ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫১টির কোম্পানির শেয়ারের, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১১.৭৪ পয়েন্ট ও সিএসআই সূচক ০.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৬৬৫.৯৭ পয়েন্টে ও ৯৪৫.১০ পয়েন্টে।

সিএসসিএক্স সূচক ১১.৭৪ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮৯২৫.৩৩ পয়েন্টে ও ১১ হাজার ৯৫৫.৩৮ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক কমেছে ০.১৭ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১১১৩.৮৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ৬০ লাখ ৭৯ হাজার টাকার। লেনদেন হওয়া ৮৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ১২টির।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement