থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি

থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি

নিজস্ব প্রতিবেদক

Published : ২২:৫০, ৯ জানুয়ারি ২০২৫

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। এই থানারই ওসি ছিলেন তিনি। গতকাল (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেপ্তার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন তিনি।

ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় তাকে আসামি করা হয়।

গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে উত্তরা পূর্ব থানার এক পুলিশ কর্মকর্তা জানান, উত্তরা থানার সাবেক ওসি ছিলেন এই শাহ আলম। বুধবার রাত সাড়ে ১২টায় ছাত্র-জনতা হত্যা মামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিল। কিন্তু আদালতে নেওয়ার আগেই দুপুর সোয়া ১২টার সময় পূর্ব থানা থেকে কৌশলে পালিয়ে যান শাহ আলম।

জানা গেছে, ছাত্র-জনতা হত্যা মামলার ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হন ওসি শাহ আলম। এরপর গতকাল (বুধবার) তাকে ঢাকায় আনা হয়। এরপর শাহ আলমকে রাখা হয় রাজধানীর উত্তরা পূর্ব থানার বর্তমান ওসির কক্ষে। কিন্তু সেখান থেকেই সকালে পালিয়ে গেছেন তিনি।

এ ঘটনায় একজন এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সূত্র জানায়। এদিকে আসামি শাহ আলমকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে জানার জন্য উত্তরা পূর্ব থানার ওসিকে থানায় গিয়ে পাওয়া যায়নি। মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement