যাত্রীর সঙ্গে অসদাচারণ, শাহজালালে ৩ কর্মকর্তা বরখাস্ত

যাত্রীর সঙ্গে অসদাচারণ, শাহজালালে ৩ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

Published : ১৯:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪

গত রোববার (১৫ সেপ্টেম্বর) যাত্রী সেবা প্রদানকালে অসদাচারণের অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) সানজিদা শারমিন নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকোলেট, সাবান, শ্যাম্পু ও দুধসহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও যাত্রীদের সঙ্গে অসদাচরণেরও অভিযোগ উঠেছে।   

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার সানজিদা শারমিন বলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আল আমিন, আজিজুল হক ও শিমুল চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তথ্যসূত্র: ইত্তেফাক
 

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement