নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি
Published : ১২:২৭, ১ ডিসেম্বর ২০২৪
দেশের স্বনামধন্য সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী র্যালি ও সমাবেশের অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে ১ ডিসেম্বর সকাল ১০ টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিসচা মোহাম্মদপুর এর আহবায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান ও সদস্যসচিব মোঃ শাহীনের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মোহাম্মদপুর থানার যুগ্ম আহবায়ক মীর কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব নেতা সাইফুর রহমান, ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম এর সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, এম্বেসি বাংলাদেশ ইমিগ্রেশন সলিউশনস এর চেয়ারম্যান সাঈদ আহমেদ চন্দন, আমাদের মোহাম্মদপুর সংগঠনের সভাপতি ইসমাইল পাটোয়ারী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান গনি সেন্টু, শ্রমিক নেতা অহিদুল ইসলাম, সুমন, আব্দুল হামিদ, আসাদুজ্জামান, মুকুল হোসেন, নবী হোসেন, মিনহাজ, নুরুজ্জামান, রুহুল আমীন, মাওলানা ইয়াসিন, হুমায়ুন খালিদসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
বক্তারা প্রত্যাশা করেন যে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর এই উদ্যোগ এই ৩১ বছরে দেশবাসীর মাঝে নিরাপদ সড়ক এর বিষয়ে যে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে তারই ধারাবাহিকতায় আজকের ছাত্র-জনতা কাঁধে কাধ মিলিয়ে সড়ককে শতভাগ নিরাপদ করা, দুর্ঘটনা হ্রাস করা, মালিক সমিতি, চালক, সহকারী ও যাত্রীদের মাঝে সেতুবন্ধন তৈরী করা সহ একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী ভুমিকা রাখবে।
বিডি/এন