রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার: ডিএমপি
Published : ২১:৪৬, ১ ডিসেম্বর ২০২৪
রাজধানীর উত্তরায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তাররা হলেন মুন্না ওরফে চিকা মুন্না ওরফে ইমরান হোসেন (২৪) ও অপর ৬ জন কিশোর।
ডিএমপি জানিয়েছে, গত ১২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মামলার বাদী শাখাওয়াত হোসেন ও তার বন্ধু মো. আলমগীর হোসেন উত্তরা জমজম টাওয়ারের সামনে থেকে হাউজ বিল্ডিংয়ে যাওয়ার জন্য অটোরিকশা নেন।
তখন ওই স্থান থেকে আটককৃত একজন কিশোর হাউজ বিল্ডিংয়ে যাওয়ার কথা বলে তাদের সঙ্গে একই রিকশায় ওঠেন।
তারা উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে পৌঁছালে আটককৃত কিশোর বাদী ও তার বন্ধুকে কৌশলে ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের শুটিং হাউজের পেছনে নিয়ে যায়। সেখানে কিশোর গ্যাংয়ের ৭-৮ জন আগে থেকেই অবস্থান করছিল।
একপর্যায়ে তারা বাদী ও তার বন্ধুকে জোরপূর্বক লেক বাউন্ডারির ভেতর নির্জন জায়গায় নিয়ে ধারালো চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ ১৯ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে তারা বাদী ও তার বন্ধুকে আটক রেখে বাদীর বাবার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বাদীর বাবা চাঁদা দিতে অস্বীকার করলে তারা বাদী ও তার বন্ধুকে শারীরিকভাবে নির্যাতন করে।
তারা চাঁদা না পেয়ে বাদী ও তার বন্ধুকে লেকের পাড়ে রেখে কৌশলে মোটরসাইকেল ও রিকশাযোগে পালিয়ে যায়।
এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে উত্তরা পশ্চিম থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে।
শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, একটি চাকু, দুটি মোবাইল ফোন ও ২ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি/ও