প্রতারণার অভিযোগে রিহ্যাব থেকে ডোম-ইনোকে বহিষ্কারের দাবি

প্রতারণার অভিযোগে রিহ্যাব থেকে ডোম-ইনোকে বহিষ্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক

Published : ২২:৪৪, ১ ডিসেম্বর ২০২৪

রিয়েল এস্টেট কোম্পানি ডোম-ইনো ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে সদস্যপদ বাতিল ও স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন প্রতারণার শিকার গ্রাহকরা।

শনিবার রাজধানীর কাওরান বাজারে রিহ্যাব ভবনে রিহ্যাব নতুন কমিটির কাছে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানান তারা।

এ সময় অর্ধশত প্রতারিত গ্রাহক, জমির মালিক ও ক্রেতা ডোম-ইনোর প্রতারণা, ফ্ল্যাট হস্তান্তরে বিলম্ব এবং চুক্তি ভঙ্গের অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী জমির মালিক হুমায়ুন হাসান, আদনান সোবহান, তোবারক হোসেন খান রিয়াদ, ফজলুর রহমান খান, মাইনুল আলম, তন্ময় মঞ্জুর মোরশেদসহ প্রতারিত জমি ও ফ্ল্যাট মালিক।

তারা জানান, জীবনের শেষ সম্বল জমিটুকু উন্নয়নের জন্যে ডোম-ইনো রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে ভবন তৈরি ও ফ্ল্যাট কেনার চুক্তি করে এখন তারা পথে বসেছেন। তিন বছরে ভবন ও ফ্ল্যাট বানানোর কথা বলে গত ১৫ থেকে ২০ বছরেও প্রকল্প বুঝিয়ে না দিয়ে কোম্পানিটি তাদের সঙ্গে প্রতারণা করছে। এমনকি চুক্তিপত্র অনুযায়ী সাইনিং মানি প্রদানের শর্ত থাকলেও সে অর্থের বড় অংশ অনেক জমির মালিক এখনো বুঝে পাননি। অন্যদিকে ফ্ল্যাট গ্রহীতাদের কাছ থেকে সমুদয় অর্থ আদায় করে নিলেও তাদের ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি প্রতিষ্ঠানটি।

তারা আরও অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুরের ভাই আব্দুস সালামের মালিকানাধীন কোম্পানিটির বাস্তবায়নাধীন এমন প্রকল্পও আছে, যেখানে চুক্তি সইয়ের এক দশক পরও ভূমি উন্নয়নের প্রাথমিক কাজ শুরু হয়নি। এ দীর্ঘ সময়েও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কোনোটির কাজের অগ্রগতি সর্বোচ্চ ৩০ শতাংশ, কোনো কোনো ক্ষেত্রে তা মাত্র ১০ শতাংশ। অথচ ডোম-ইনো এরই মধ্যে তাদের প্রাপ্য অংশের নির্মাণাধীন প্রায় সব ফ্ল্যাট বিক্রি করে ফেলেছে। কোনো কোনো প্লট ও ফ্ল্যাট একাধিক ক্রেতার কাছেও বিক্রির অভিযোগ করেন তারা।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement