রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা, থাকবে কতদিন

রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা, থাকবে কতদিন

নিজস্ব প্রতিবেদক

Published : ১০:৩১, ২ জানুয়ারি ২০২৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে অবস্থান করছে । এই অবস্থায় রাজধানী ঢাকাতেও বেড়েছে শীতের তীব্রতা। নগরজুড়ে কুয়াশার সঙ্গে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। পুরো রাজধানী বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকেও কুয়াশার চাদরে ঢাকা। এমনকি সকাল সাড়ে ১০টায়ও মেলেনি সূর্যের দেখা।

এর আগে নববর্ষের প্রথম দিনে বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে এদিনও রাজধানীতে দাপটে ভূমিকায় ছিল কুয়াশা। সঙ্গে ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারিতে দেশে শীতের তীব্রতা আবারও বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এ মাসে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এরমধ্যে বৃহস্পতিবার থেকে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। প্রথমে কয়েক দিন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ থাকলেও ১০ জানুয়ারি থেকে হানা দিতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এছাড়া পরবর্তীতে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব বাড়লে তা তীব্র হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে আগামী ৮-৯ জানুয়ারি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২-৩ দিন পর কুয়াশার পরিমাণ কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বর্তমানে রাজধানীসহ সারাদেশে কুয়াশার যে বৃহৎ চাদর দেখা যাচ্ছে তাকে আবহাওয়াবিদরা ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা বলে অবহিত করেন। এটি মূলত দীর্ঘসময় ধরে স্থায়ী হয়। যেমন গত বছরের জানুয়ারিতে প্রায় দুই সপ্তাহ এমন কুয়াশা ছিল।

তবে ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা এক জায়গায় স্থির থাকে না। যেমন রাজধানীর কোথাও কোথাও সকাল থেকে ঘন কুয়াশা দেখা গেছে, আবার কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়েছে। তবে বৃহস্পতিবার শুধু রাজধানী নয়, উত্তরের রংপুর বিভাগ ছাড়াও রাজশাহীর বড় অংশ, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে পরিচালন কুয়াশা। তবে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে কুয়াশা অপেক্ষাকৃত কম রয়েছে।

মূলত উত্তরাঞ্চল দিয়ে এ ধরনের কুয়াশা ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement