সেন্টমার্টিনে মিয়ানমারের ২ সেনাসহ রোহিঙ্গা অনুপ্রবেশ

সেন্টমার্টিনে মিয়ানমারের ২ সেনাসহ রোহিঙ্গা অনুপ্রবেশ

TheBusinessDaily

Published : ১৩:২০, ৬ জুলাই ২০২৪

ট্রলারে যাত্রীদের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ৩১ জন রোহিঙ্গা রয়েছেন।

গণমাধ্যমকে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, টানা কয়েক দিন ধরে মংডুর সংঘর্ষে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। তার মধ্যে ভারী বৃষ্টিও হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আজ ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার মংডু থেকে সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে।

ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ৩১ জন রোহিঙ্গা। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে।

৩৩ জন রোহিঙ্গা সেন্টমার্টিনে ভিড়েছে শুনেছি জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি কোস্ট গার্ড।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement