লাইভ শপিংয়ের নবম আউটলেটের কার্যক্রম শুরু

Published : ১৩:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড লাইভ শপিং সম্প্রসারণের ধারাবাহিকতায় তার ৯ম আউটলেট চালু করেছে। গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে নতুন শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আউটলেটটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, লাইভ শপিং প্রিমিয়াম মানের পোশাক অ্যাফোর্ডেবল মূল্যে সরবরাহের জন্য ক্রেতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে তাদের ৯টি আউটলেট দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও হোম ডেলিভারি সেবা প্রদান করছে।
নতুন আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ শপিং-এর সিইও এবং ফ্যাশন ইনফ্লুয়েন্সার আশিক খান বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র পোশাক বিক্রি নয়, বরং এমন একটি টেকসই ফ্যাশন মডেল তৈরি করা, যা মানসম্পন্ন, পরিবেশবান্ধব এবং সবার সাধ্যের নাগালে থাকে। ডিমান্ড-বেইসড প্রোডাকশন মডেলের মাধ্যমে আমরা অতিরিক্ত উৎপাদন কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করছি, পাশাপাশি কার্যকর স্টক ম্যানেজমেন্টের মাধ্যমে ক্রেতাদের জন্য মানসম্পন্ন পোশাক নিশ্চিত করছি। আশা করছি, মোহাম্মদপুরের ক্রেতাদের সব চাহিদা পূরণ করতে পারবো।
তিনি আরও বলেন, সারা দেশে যেসব এলাকায় আমাদের গ্রাহকের সংখ্যা অনেক বেশি, সেসব জায়গায় আমরা ফ্র্যাঞ্চাইজি দেওয়ার পরিকল্পনা করছি। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং আরও বেশি মানুষ লাইভ শপিং-এর মানসম্পন্ন ফ্যাশন উপভোগ করতে পারবে।
লাইভ শপিং জানিয়েছে, তারা ডিমান্ড-বেইসড প্রোডাকশন মডেল ব্যবহার করে, যা পোশাক শিল্পের প্রচলিত অতিরিক্ত উৎপাদন পদ্ধতির পরিবর্তে নির্দিষ্ট চাহিদার ভিত্তিতে উৎপাদন নিশ্চিত করে। ফলে অতিরিক্ত পোশাক জমে থাকার ঝুঁকি কমে, পরিবেশের উপর নেতিবাচক প্রভাব হ্রাস পায় এবং ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা সম্ভব হয়।
আসন্ন ঈদ উপলক্ষে লাইভ শপিং-এর পরিকল্পনা নিয়ে জানতে চাইলে আশিক খান বলেন, এই ঈদে আমাদের প্রচুর পাঞ্জাবির কালেকশন থাকছে। কালারফুল ও নতুন নতুন এমব্রয়ডারি ডিজাইনের পাঞ্জাবি পাবেন এবারের ঈদে। তিনি আশা করেন, উন্নত মানের পোশাক, টেকসই উৎপাদন নীতি ও গ্রাহক সন্তুষ্টির প্রতি অটল প্রতিশ্রুতির মাধ্যমে ব্র্যান্ডটি আগামীতে আরও বিস্তৃত সাফল্য অর্জন করবে।
এনই