জেসিআইয়ের উদ্যোগে চলছে ‘ইফতার হোক সবার’ কর্মসূচি 

জেসিআইয়ের উদ্যোগে চলছে ‘ইফতার হোক সবার’ কর্মসূচি 

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪১, ১৬ মার্চ ২০২৫

রমজানের বিশেষ দিনে "ইফতার হোক সবার" এই কর্মসূচি এতিমখানা এবং মাদ্রাসায় ইফতার করানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেসিআই বাংলাদেশ। 

জেসিআই বাংলাদেশ কতৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগ "ইফতার হোক সবার" কর্মসূচীতে জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস নবোদ্যম ফাউন্ডেশনের পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন। 

লোকাল প্রেসিডেন্ট  সামিয়া রহমান এবং লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৌরভ অধিকারী পরিচালনায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকাল কমিটি চেয়ার সাদিয়া আমিন সুপ্তি, জেনারেল মেম্বার সামি মাহমুদ খান ও জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর সদস্যবৃন্দ। 

আমাদের উদ্দেশ্য হলো এই "ইফতার হোক সবার" এই কর্মসূচিটি সব মানুষদের মাঝে যেন ছড়িয়ে দিতে পারি। 

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট  কাজী ফাহাদ ভাইকে, এ মহৎ উদ্যোগকে স্বীকৃতি দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আপনার এই নেতৃত্ব আমাদের সব মেম্বারদের অনুপ্রেরণা জোগাবে বাকি দিন গুলোতে অংশগ্রহণে। 

এছাড়াও, ইভেন্টের সফল আয়োজনের জন্য ইভেন্ট এডভাইজার তাহসিন আজিম সেজান, ইভেন্ট ডিরেক্টর রাজু আহমেদ এবং মুহাম্মাদ আলতামিশ নাবিল সহ সকল সিওসি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। 

আমাদের এই কর্মসূচির একটাই  অংগীকার হচ্ছে ইফতার হোক সবার যা পুরো রমজান মাস ব্যাপী চলমান।

এনই

শেয়ার করুনঃ
Advertisement