জুলাই বিপ্লবের শহীদ-আহতদের পরিবারের মাঝে ঈদের উপকরণ বিতরণ

জুলাই বিপ্লবের শহীদ-আহতদের পরিবারের মাঝে ঈদের উপকরণ বিতরণ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৫, ১৬ মার্চ ২০২৫

রমজানের পবিত্রতা ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জুলাই বিপ্লবের বীর শহীদ ও আহত যোদ্ধাদের মাঝে ঈদ উদযাপন উপকরণ পৌঁছে দেওয়া হয়। শহীদ আলভির পিতা  আবুল হোসেন( ভাইস চেয়ারম্যান , জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি)-এর তত্ত্বাবধানে পল্লবী ও মিরপুরের ১৫ টি পরিবারের মাঝে ঈদ উপকরণ পৌঁছে দেওয়া হয়। 

এখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য  ইঞ্জিনিয়ার ইমরান নাঈম উপস্থিত থেকে শহীদ পরিবার ও আহতদের খোঁজ খবর নেন। এছাড়া জাতীয় নাগরিক কমিটি পল্লবীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রেহানা আক্তার রুমা, নাদিয়া চৌধুরী, মোজাম্মেল হোসেন, হাসান আহমেদ,মো: রুবেল, মেহেদী হাসান, মোহাম্মদ ইমরান নাজির, তানভীর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর যুগ্ম সদস্য সচিব ইমরান হোসাইন, ঢাকা মহানগর সদস্য ইমাম হাসান, গণসংযোগ সেলের সদস্য রাকিবুল ইসলাম রনি এবং এমেরা,আক্তার হোসেন, আসিফ হোসেনসহ অন্যরা।

শহীদ ও আহতদের মধ্যে যে-সব পরিবারদের কাছে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রেরণ করা হয়: 
শহীদ পরিবারদের মধ্যে শহীদ সাব্বির হোসেন রনি, শহীদ জুলফিকার শাকিল, শহীদ লিটন হাসান লালু, শহীদ মোহাম্মদ সেলিম, শহীদ মইনুল হাসান হৃদয়, শহীদ ইমন হোসেন আকাশ।
 
আহতদের মধ্যে আশিক শাহরিয়া শাফি, খাদিজা খাতুন, আবুল বাশার সোহেল, শাহজাদা, মোহাম্মদ ইব্রাহীম, মালেক খান, সাকলাইন, সাজু, দবির ইসলাম। 
এই উপহার পেয়ে আহত ও শহীদ পরিবার কৃতজ্ঞতা ও ঊষ্ণ ভালোবাসা প্রকাশ করেন। আন্দোলন সময়কার স্মৃতিচারণ কালে এক অশ্রুসিক্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

এ বিষয়ে শহীদ পরিবারের অনেকে তাদের সন্তানদের শূন্যতা অনুভব করে এবং বিগত বছরগুলোতে তাদের সন্তানদের সঙ্গে কাটানো রমজান মাসের স্মৃতিচারণ করেন। তারা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন ও খুনিদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন। 

আহতদের অনেকে মানবেতর জীবনযাপন করছেন, সুচিকিৎসা ও উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে যথাযথ পদক্ষেপ দাবি করেছেন এছাড়া  রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে ওষুধ প্রদানের দাবি করেছেন।

এনই

শেয়ার করুনঃ
Advertisement